
Apr 29, 2020 • 15M
08. The Plague by Albert Camus Episode #08
পড়ুয়ার আয়োজন যতটা না বই নিয়ে (যদিও আমরা বইপত্রকে প্রাণ দিয়ে ভালোবাসি) তার চেয়ে বেশি যাঁরা বই পড়তে ভালোবাসেন তাঁদের নিয়ে। অস্বীকারের উপায় নেই আমাদের গড়ে ওঠার পেছনে বইয়ের একটা বড় ভূমিকা রয়েছে।
‘পড়ুয়া’ যে কোন বয়সী এবং যে কোন পাঠকের বই পড়ার অভিজ্ঞতা বিষয়ক পত্রিকা। এর প্রধান উদ্দেশ্য বইপড়ার মধ্যে যে গূঢ় কলাকৌশল আছে সেটা আবিষ্কার করা, আমরা কেন বই পড়ি, পড়া আমাদের কীভাবে প্রভাবিত করে, বই পড়ার অনুভূতি বা প্রতিক্রিয়া কী, কীভাবে আমরা বইয়ের মাধ্যমে শব্দের খেলা খেলি এবং তার মাধ্যমে বইয়ের সাথে যুক্ত হই ইত্যাদি।
দ্য প্লেগ
আলবেয়ার কামু
পর্যালোচনাঃ ফারজাহান রহমান শাওন।
স্ক্রিপ্টঃ রিটন খান।
কামুর অন্যান্য উপন্যাসের ভেতর ‘The Plague' উপন্যাসটি দীর্ঘতম। পাঠক ও আলােচক সমাজ, এটিকে আদর্শতম ও শ্রেষ্ঠতম উপন্যাস বলে মান্য করেছেন। এটির আরেকটি উল্লেখযােগ্য রূপ হল এই উপন্যাসটি প্রতীকী এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়ংকরতা অনুভব করে আশা নিরাশার চিত্র।
আমাদের পডকাস্টে অংশগ্রহণ করতে চাইলে যোগাযোগ করুন podcast@boierhut.com এই ঠিকানায়।
আমাদের সাথে থাকুনঃ
http://podcast.boierhut.com/
Apple Podcast এ আমাদের ঠিকানাঃ boierhut.com/apple
Google Podcast এ আমাদের ঠিকানাঃ boierhut.com/google
Spotify Podcast এ আমাদের ঠিকানাঃ boierhut.com/spotify