পড়ুয়ার আয়োজন যতটা না বই নিয়ে (যদিও আমরা বইপত্রকে প্রাণ দিয়ে ভালোবাসি) তার চেয়ে বেশি যাঁরা বই পড়তে ভালোবাসেন তাঁদের নিয়ে। অস্বীকারের উপায় নেই আমাদের গড়ে ওঠার পেছনে বইয়ের একটা বড় ভূমিকা রয়েছে।
‘পড়ুয়া’ যে কোন বয়সী এবং যে কোন পাঠকের বই পড়ার অভিজ্ঞতা বিষয়ক পত্রিকা। এর প্রধান উদ্দেশ্য বইপড়ার মধ্যে যে গূঢ় কলাকৌশল আছে সেটা আবিষ্কার করা, আমরা কেন বই পড়ি, পড়া আমাদের কীভাবে প্রভাবিত করে, বই পড়ার অনুভূতি বা প্রতিক্রিয়া কী, কীভাবে আমরা বইয়ের মাধ্যমে শব্দের খেলা খেলি এবং তার মাধ্যমে বইয়ের সাথে যুক্ত হই ইত্যাদি।
আমরা আপনাদের কাছ থেকে বই কেন্দ্রিক আলোড়িত হওয়ার মতো গল্প, বইয়ের ব্যাপারে গভীর কোন পর্যবেক্ষণ, মনোমুগ্ধকর সাক্ষাৎকার এবং নানারকম শব্দশৈলির উপস্থাপনা আশা করছি। ‘পড়ুয়া’ বছরে চারটি সংখ্যা প্রকাশ করবে, অনলাইনে এবং কাগজে। সুতরাং আপনি সুবিধামতন পড়ে নিতে পারবেন।
পড়ুয়ার আয়োজন যতটা না বই নিয়ে (যদিও আমরা বইপত্রকে প্রাণ দিয়ে ভালোবাসি) তার চেয়ে বেশি যাঁরা বই পড়তে ভালোবাসেন তাঁদের নিয়ে। অস্বীকারের উপায় নেই আমাদের গড়ে ওঠার পেছনে বইয়ের একটা বড় ভূমিকা রয়েছে।
‘পড়ুয়া’ যে কোন বয়সী এবং যে কোন পাঠকের বই পড়ার অভিজ্ঞতা বিষয়ক পত্রিকা। এর প্রধান উদ্দেশ্য বইপড়ার মধ্যে যে গূঢ় কলাকৌশল আছে সেটা আবিষ্কার করা, আমরা কেন বই পড়ি, পড়া আমাদের কীভাবে প্রভাবিত করে, বই পড়ার অনুভূতি বা প্রতিক্রিয়া কী, কীভাবে আমরা বইয়ের মাধ্যমে শব্দের খেলা খেলি এবং তার মাধ্যমে বইয়ের সাথে যুক্ত হই ইত্যাদি।
আমরা আপনাদের কাছ থেকে বই কেন্দ্রিক আলোড়িত হওয়ার মতো গল্প, বইয়ের ব্যাপারে গভীর কোন পর্যবেক্ষণ, মনোমুগ্ধকর সাক্ষাৎকার এবং নানারকম শব্দশৈলির উপস্থাপনা আশা করছি। ‘পড়ুয়া’ বছরে চারটি সংখ্যা প্রকাশ করবে, অনলাইনে এবং কাগজে। সুতরাং আপনি সুবিধামতন পড়ে নিতে পারবেন।
ধন্যবাদ
সম্পাদক
নাহার তৃণা
রিটন খান