জ্ঞান বাক্স
যারা বই নেবেন বা রেখে যাবেন তাদের নাম-ঠিকানা লেখার জন্য কোনো রেজিস্ট্রার বা খাতাপত্রের ঝামেলা নেই। গত ৫ মার্চ ঢাকা বিশ্ববিদ্যায় ক্যাম্পাসে জ্ঞান বাক্স বসানোর মধ্য দিয়ে উদ্যোগটির পথ চলা শুরু হয়েছে।
তরুণদের সংগঠন সেভ দ্য স্টুডেন্ট (Save the Student) ২০১৯ সালে প্রতিষ্ঠিত হয়। সংগঠনটি শিক্ষার্থীদের মান উন্নয়নে কাজ করে থাকে। তারই ধারাবাহিকতায় উন্মুক্ত পাঠাগার ‘জ্ঞান বাক্স’ নামে নতুন একটি উদ্যোগ গ্রহণ করেছে। এটি নিঃসন্দেহে প্রশংসনীয় একটি উদ্যোগ। নাম শুনেই বোঝা যাচ্ছে বিষয়টি বই কেন্দ্রিক। জি, ঠিকই ধরেছেন। এই জ্ঞান বাক্সে থাকবে নানা ধরনের বই। যা পড়তে পারবেন যে কোন বয়সের যে কোন পাঠক। পাঠের এই বিষয়টি একেবারেই বিনা পয়সায়। চাইলে যে কেউ জ্ঞান বাক্সের জন্য বই দিয়ে এই উদ্যোগের সঙ্গে নিজেকে যুক্ত করতে পারেন। যারা বই নেবেন বা রেখে যাবেন তাদের নাম-ঠিকানা লেখার জন্য কোনো রেজিস্ট্রার বা খাতাপত্রের ঝামেলা নেই। গত ৫ মার্চ ঢাকা বিশ্ববিদ্যায় ক্যাম্পাসে জ্ঞান বাক্স বসানোর মধ্য দিয়ে উদ্যোগটির পথ চলা শুরু হয়েছে। দেশের প্রায় ১০টিরও বেশি জেলায় ৫০টিরও বেশি নির্ধারিত স্থানে বসানো হবে সেভ দ্য স্টুডেন্টের এই জ্ঞানবাক্স। বিদেশ-বিভূঁইয়ের নানা স্হানে এমন অনেক উন্মুক্ত পাঠাগার দেখা যায়। বাংলাদেশে এরকম উন্মুক্ত পাঠাগার হাতেগোনা, তার মধ্যে সেভ দ্য স্টুডেন্ট’এর জ্ঞান বাক্স একটি। চমৎকার এই উদ্যোগটির সাথে জড়িত সংগঠন সেভ দ্য স্টুডেন্টের প্রতি পড়ুয়ার পক্ষ থেকে সাধুবাদ জানাচ্ছি।