অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় হলেন একজন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান বাঙালি অর্থনীতিবিদ। বর্তমানে তিনি এমআইটির ফোর্ড ফাউন্ডেশনের অর্থনীতি বিভাগের একজন আন্তর্জাতিক অধ্যাপক। বৈশ্বিক দারিদ্র্যতা দূরীকরণে ভূমিকা রাখায় এস্তের দুফ্লো এবং মাইকেল ক্রেমার এর সাথে অর্থনীতিতে ২০১৯ সালে যৌথভাবে নোবেল পুরস্কার বিজয়ী হন। আজকের বইয়ের হাটের Podcast এর বিষয় অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।
Share this post
02. Abhijit Banerjee (অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়) - Episode #2
www.porua.net
02. Abhijit Banerjee (অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়) - Episode #2
Jan 10, 2020
বইয়ের হাট - পড়ুয়া
পড়ুয়ার আয়োজন যতটা না বই নিয়ে (যদিও আমরা বইপত্রকে প্রাণ দিয়ে ভালোবাসি) তার চেয়ে বেশি যাঁরা বই পড়তে ভালোবাসেন তাঁদের নিয়ে। অস্বীকারের উপায় নেই আমাদের গড়ে ওঠার পেছনে বইয়ের একটা বড় ভূমিকা রয়েছে।
‘পড়ুয়া’ যে কোন বয়সী এবং যে কোন পাঠকের বই পড়ার অভিজ্ঞতা বিষয়ক পত্রিকা। এর প্রধান উদ্দেশ্য বইপড়ার মধ্যে যে গূঢ় কলাকৌশল আছে সেটা আবিষ্কার করা, আমরা কেন বই পড়ি, পড়া আমাদের কীভাবে প্রভাবিত করে, বই পড়ার অনুভূতি বা প্রতিক্রিয়া কী, কীভাবে আমরা বইয়ের মাধ্যমে শব্দের খেলা খেলি এবং তার মাধ্যমে বইয়ের সাথে যুক্ত হই ইত্যাদি।
পড়ুয়ার আয়োজন যতটা না বই নিয়ে (যদিও আমরা বইপত্রকে প্রাণ দিয়ে ভালোবাসি) তার চেয়ে বেশি যাঁরা বই পড়তে ভালোবাসেন তাঁদের নিয়ে। অস্বীকারের উপায় নেই আমাদের গড়ে ওঠার পেছনে বইয়ের একটা বড় ভূমিকা রয়েছে।
‘পড়ুয়া’ যে কোন বয়সী এবং যে কোন পাঠকের বই পড়ার অভিজ্ঞতা বিষয়ক পত্রিকা। এর প্রধান উদ্দেশ্য বইপড়ার মধ্যে যে গূঢ় কলাকৌশল আছে সেটা আবিষ্কার করা, আমরা কেন বই পড়ি, পড়া আমাদের কীভাবে প্রভাবিত করে, বই পড়ার অনুভূতি বা প্রতিক্রিয়া কী, কীভাবে আমরা বইয়ের মাধ্যমে শব্দের খেলা খেলি এবং তার মাধ্যমে বইয়ের সাথে যুক্ত হই ইত্যাদি।Listen on
Substack App
RSS Feed
Recent Episodes
02. Abhijit Banerjee (অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়) - Episode #2