1 Comment

"মানা"

- - - - - - - - - - - - - - - - - - - - - -

পীযূষ কান্তি দাস

- - - -- -- - - - - - -- - - - - - - - - -

মজুমদারের চালতে তলায় কক্ষণও কেউ যাসনে ,

যদিও যাস ভুলেও যেন ঠুংরি খেয়াল গাস নে ।

শাকচুন্নি থাকে সেথায় শনের নুড়ি চুল ,

ভাটার মতো চোখ দুটো তার কানে হাড়ের দুল।

মুণ্ডমালা গলায় ঝোলে মুলোর মতো দাঁত ,

কান দুখানা কুলো যেন খ্যাংরাকাঁঠি হাত ।

এক পা যখন ভুশুণ্ডিতে অন্য গড়ের মাঠ ,

শুনেই বক্ষ দুরুদুরু শুকিয়ে গলা কাঠ।

স্কন্ধকাটাও রয় যে সেথায় বড়োই সে বদমাশ ,

নেইকো মুণ্ডু তবুও যে তার চিবিয়ে খাবার আশ।

আরও আছে শুনবি নাকি পাবি নাতো ভয় ,

তার বাপাশে বেলের গাছে ব্রহ্মদৈত্যি রয় ।

কাছির মতো পৈতা যে তার বসন সাদা থান ,

দিনরাত্রি গাছে বসে করে সে সামগান।

একটুখানি আওয়াজ হলে যায় চড়ে তার রাগ ,

যে জন করে আওয়াজ তারে দেয় বানিয়ে ছাগ।

বুঝিস না ভুল আমায় যেন খুঁজিস না এর মানে,

তাইতো আমি নিষেধ করি যাসনে রে সেইখানে॥

Expand full comment